রাজি আছি কাছাকাছি , থাকবি যদি আয় চলে , মিঠে রোদে স্বপ্ন মেখে , নীল পাহাড়ের আঁচলে ।
তোমারই ছবি ভাসে , মনেরই চরিদিকে , চেয়ে চেয়ে থাকি আমি , ভুলে যাই পৃথিবীকে ।
মেঘের দেশে রোদের বাড়ি , পাহাড় কিনারায় , যদি মেঘ পিওনের ডাকে , সেই ছায়ার হদিশ থাকে , রোদের ফালি তাকিয়ে থাকে, আকুল আকাঙ্খায়। কবে মেঘের পিঠে আসবে খবর , বাড়ির বারান্দায়, ছোট্ট বাগানটায়।
শ্রাবণের বুকে প্রেম , কবিতা যে লিখে যায় , হৃদয়ের মরু পথে , জলছবি থেকে যায়
রাত নেভা রোদ্দুরে , সরে যাও যেই দূরে , ডেকে যায় কাছে চাই , গানেরই সাত সুরে ।
এত এত মনুষের ভীড় , প্রিয় তোমারই মুখখানি , জীবন চলার পথে সবচেয়ে আপন তোমাকেই শুধু জানি ।
তুমি ছাড়া মন পুড়ে যায় , এই রাত বড়ো অসহায় , জেনে শুনে তবুও মন , তোমাকেই শুধু চায় ।
কত ফেলে আসা স্মৃতি ভর করে , রোজই হৃদয় আঙিনায় । সেই চেনা গন্ধরা স্পর্শ করে , ঘিরে থাকে এখনো আমায় ।
অপ্সরা নই আমি নই উর্বশী , রূপসী বলনা বারে বার , ভালোবাসা ভরা আছে , তুমি ছাড়া কাউকে যে , সুন্দর দেখি নাতো আর..
হাত বাড়িয়ে যদি নাও ফিরিয়ে , জেনে রেখো যাবো আমি হারিয়ে । দুহাত ভরে প্রেম নিলাম কুড়িয়ে , দিও না দিও না তুমি তা ফিরিয়ে ।
তুই যদি কথায় ভিজতে চাস , আঁচলে সোহগ মাখবে আকাশ । কাজলের কথাগুলো, কাজলের কথাগুলো , ঠিক বুঝেছে ভালোবাসা ছোঁয়াচে……
মেঘের সাথে মেঘের খেলা , বন্ধ করলো অবহেলা । বন্ধু আমার রইলো কোন দূরে , আমি আজও ভালোবাসি যে তারে ।
দুচোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ , মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ । কত স্মৃতি মনে, আসে ক্ষনে ক্ষনে , ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন ।
তুমি আকাশের ওই নীল , আমি মেঘে মেঘে স্বপ্নিল , তুমি হাওয়া হয়ে আসো, শুধু আমাকেই ভালোবেসো , তুমি মনের আল্পনা, তুমি সেই প্রিয় কল্পনা , তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।
আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায় , পাওয়া না পাওয়ার কি যে নেশা , সেই স্মৃতিটাই আজও হাতরাই , হারিয়ে ফেলা ভালোবাসা ।
আমি না হয় পুরোয় অবুঝ তুমিই তো সব বুঝ , এই অবুঝের ভালটা কি একটু না হয় খুঁজ, ,আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ , অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে , মেঘমল্লো বৃষ্টিরও মনে মনে , কদমও গুচ্ছ খোপায় জরায়ে দিয়ে , জলভরা মাঠে নাচিবো তোমায় নিয়ে.. , চলে এসো, চলে এসো এক বরষায় , যদি মন কাদে, তুমি চলে এসো এক বরষায়...
কপালের ঐ টিপ চোখেরই কাজলে, , তোমাকে জড়িয়ে রাখবো প্রেমেরই আঁচলে। রংধনুর রঙে নয়, নয় ঝর্না ধারাতে , তোমার উপমা খুঁজি দু'চোখের তারাতে। খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে , একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।
হৃদয় চিরে দেখো তোমারি ছবি , বড় ভালোবাসি তুবও লাজে মরি। , আমারই জীবন শুধুই তোমার , তুমি হীনা সবই যে আঁধার।
ধীরে ধীরে সে দুয়ারে আমার , ধীরে ধীরে সে হাওয়ায় , ধীরে ধীরে মন পাহারা তবু কেন , মন চুরি হয়….
এখনও কি আকাশে মেঘ দেখে , জানালা খুলে তেমনি থাক বসে , এখনও কি প্রথম প্রেমের মতো , পরশ বুলায় বৃষ্টি ধারা এসে , তোমার দীঘল চুলে এখনও কি ছবি আঁকে মেঘের জত কালো , তুমি কি আমায় আগের মত বাসো ভাল……
কতবার চেয়েছি তোমায় মনে মনে , কতবার ডেকেছি চোখেরই অশ্রুজলে , চেয়েছি যেতে তোমার হৃদয়ের কাছে , ভালোবাসা রয়ে গেছে গোধূলীর মেঘে , হয়তো বা কোনও ক্ষনে , তুমি এসে বলবে হেসে…..
সে যে বসে আছে একা একা , রঙিন স্বপ্ন তার বুনতে , সে যে চেয়ে আছে ভরা চোখে , জানালার ফাঁকে মেঘ ধরতে ।
আমারি পরাণে আসি , তুমি যে বাজাবে বাঁশি সেই তো আমারি সাধনা , চাইনাতো কিছু আর , তুমি যে আমার......
মনের একূল-ওকূল , দিয়েছে প্রেমের মাশুল , চাহনিরা দিশেহারা , তোর কাছে চায় ইশারা , আজ বারেবার। কি করে তোকে বলবো , তুই কে আমার…..
এলো মেঘ যে এলো ঘিরে , বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনী , মনে স্বপ্ন এলোমেলো , এই কি শুরু হলো প্রেমের কাহিনী
দু চোখে প্রেমেরই নেশা , খোজে আজ শরীরের ভাষা , সব চুপ কথা হই রূপকথা , চাঁদ মেঘে যে ঢাকে , মনে রং মাখে স্বপ্ন বাকে , ভালবাসারই দানে , প্রেম আমার ও হো প্রেম আমার…
স্বপ্ন আমারি তোমার দু'চোখে , আমি সাজিয়ে দিলাম , মনে মনে আমি আমার আমি কে , তোমার হাতে দিলাম, তোমায় চাওয়া , কাছে পাওয়া , সে তো আমার অধিকার.. বলো পিয়া বলো, বলোনা , কেন করো পিয়া ছলনা…
কত চিঠি আসে উড়ো খামে , খুঁজি আর জুড়ে দেয় সেই গল্পকোণ , রংতুলি মাখে রূপকথায় সাজানো , বুঝি ফিরে আসে তোর স্বপ্নে রোজ ।
রোজ বিকেলে ভাবি আমি , আজ বুঝি তুই আসবি । , এসে আমার পাশে বসে , একটু ভালোবাসবি ।
আমি যে আতর ওগো, আতরদানে ভরা , আমারই কাজ হল যে গন্ধে খুশী করা । , কখনো দেখিনি আমি , কখন , আঁকিনি আম , এমন রূপসী কোন ছবি , শিল্পী ছিলাম তোমাকে দেখে , হয়ে গেছি আমি কবি।
মেঘের হাতে একটি চিঠি , পাঠিয়ে দিলাম আজ, , বন্ধু আছি অনেক দূরে , হাতে অনেক কাজ , বৃষ্টি তুমি একটি বার , জানিয়ে দিও তাকে , বন্ধু তোমার পাশেই আছি , হাজার কাজের ফাঁকে
আধার কালো আকাশ কোনে , তুমি আমার ঊষা ,হৃদয় মাঝে আছো তুমি , আমার ভালোবাসা
তোমার শহর বসন্তময় , নতুন প্রেমের উত্তাপ , আমার শহর অঝোর শ্রাবণ , বারমাস-ই নিম্নচাপ
তুমি আমার অধার ঘরের আলো , শান্ত দীঘির জলে দুষ্টু বাতাস এলোমেলো , চোখে চোখ রেখে দিয়েছি তোমায় মন , সোপেছি হৃদয় তুমিই আমার জীবন
শয়নে স্বপনে করো তুমি কেনো ডাকাডাকি , আমার হৃদয়ের খুব গভীরে তোমায় পুশে রাখি , উদাস কোনো সুখের দেশে তোমায় নিয়ে যাবো , রংধনুর ওই সাতটি রঙে তোমাকে রাঙাবো
নীল ঘুড়িটার যেই ছিঁড়েছে সুতো , চিল পাখিটার ভেঙেছে ডানা , মিল পেয়েছে আজ দুজনে দুটো , ঝিল পেরিয়ে ওরা, উড়ে যেতে চায় , দূরে যেতে চায়
বৃষ্টি থেমে যাওয়ার পর , একটা কাক ভেজা শহর , তোমার নামে পাঠালাম , একটা চকমকি পাথর
মন আকাশে বৃষ্টি আসে , রুদ্র মেঘের জুটি , আজ নতুন আলোয় আঁধার , কালোর খুনসুটি
তোর নামের পাশে সবুজ বাতি , আর তো জ্বলে না , এখন রাত্রি জুইড়া কেউ তো আর , মায়া লাগায় না
তোমারি পরশে ভালোবাসা , আসে মনেরই আঙ্গিনায় , নয়ন ভরে দেখি তোমায় , তবু বুঝি দেখার শেষ নাই
ঘাসের এই বিন্দু বিন্দু সুখ , তোর মুখ মনে করিয়ে দেয় , তোর হাতে-ই নিজেকে সমর্পণ করতে মন চায়
আদর করে ডাকতাম তোরে , বলে সোনা পাখি , হৃদপিঞ্জরে বসত ছিল প্রেমেই মাখামাখি
আজও তোমার সেই স্মৃতিগুলো , আমাকে তাড়া করে বেড়ায় , তোমার মুখের সেই মায়াবী হাসি , ক্ষনে ক্ষনে মনে পরে যায়
একটা পলক দেখার তাড়ায় , একটা দিন আর রাতে , আমার সকাল থমকে থাকে , কাজ থাকে না হাতে
আবার কোনোদিন সন্ধ্যা এলে নেমে , চলবো পায়ে পায়ে পথের শেষ ধারে , তোমার সাথেই যাবো থেমে , তুমিও ভুল , করে অজানা পথ ধরে , আমার কাছে এসো চলে , ঝুম বৃষ্টিতে ভিজবো দু'জনে , হারাবো মেঘেদের দলে
ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে , জানি না তোমার মনেও কি এত প্রেম আছে , সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে , কি নামে ডেকে বলবো তোমাকে , মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে
আকাশের ঐ নীল ঠিকানায় , মেঘেরা সদা ডানা ছড়ায় , ওদেরই সেই ভালোবাসা , এ মনে আজ পেয়েছে ঠাঁই , জড়াবো আদরে তোমাকে অনুভবে , আকাশের চেয়ে বেশী তোমাকেই ভালোবাসি
যতই চাই থাকতে ভুলে , ততই তোরে মনে পড়ে , তোরই স্মৃতি মোছা তো যায়না
হৃদয় পেয়েছে হাজারো আশা , নতুন করেছে এই ভালবাসা , তোমার ভাবনার হাওয়াতে উড়ি , তোমার আঁকাশে হয়েছি ঘুড়ি , এসো মুখমুখি বসি কিছুক্ষন , লাগে আরো সুখি তুমি এই জীবন , জেনে গেছে এই হৃদয়
আমার ইস্কুল যাওয়ার পথে সে যে বইসা থাকে রোজ , পিছে পিছে ঘুইরা বেড়ায় নিতে আমার খোঁজ , আমার বাড়ির , পাশে উঁকি মারে করে শুধু পন , আমি নাকি হয়েছি হায় তার জীবন মরণ
জ্যোৎস্না রাতে জোনাক জ্বলে , ব্যথার নদী বইয়া চলে , চোখের জলে বালিশ ভেজে , ঘুমতো আসে না রে
শুধু তোমায় ঘিরে , সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে , শুধু তোমার ছায়া মেঘের উপর , ঢেউ খেলে রোদ্দুরে
0 Comments